মোঃ ইকবাল হোসেনঃ
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি” প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বর থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা এবং প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইনের এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম রায়হানুর রহমান , মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, উপজেলা কৃষি অফিসার তুষার সাহা, একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম ও প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্শকর্তা ডা. আব্দুস সালাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে বক্তারা নিরাপদ প্রাণিজ প্রোটিনজাত খাদ্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 





















