নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুর তিন কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নে মোল্যা কান্দি নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম ছামাদ মোল্যা (৬০)। সে মোল্যা কান্দি গ্রামের মৃত আ: করিম মোল্যার ছেলে।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার এ তথ্য জানান।
তিনি জানান, অভিযানের আওতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে পাঁচটার দিকে সদরপুর উপজেলার ঢেউখালি মোল্যা গ্রামের ছামাদ মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার বসত ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে তিন কেজি ৫০০ গ্রাম উদ্ধার করা হয় ও ছামাদ মোল্লাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এই ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজ উদ্দিন বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করছেন। মামলায় গ্রেফতার আসামি ছামাদ মোল্লাকে বুধবার (২৬ নভেম্বর) সন্ধায় আদালতে সোপর্দ করা হবে।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার 




















