শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নিবার্হী অফিসার প্রদীপ্ত রায় দীপন। তিনি বলেন পুষ্টি চাহিদা মেটাতে প্রাণিসম্পদ তথা ডিম দুধের বিকল্প নেই। বিশেষ করে দুগ্ধজাত, ডিম ও মাংসের মাধ্যমে আমরা পুষ্টির চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখে।
যদি আমরা সঠিকভাবে গৃহপালিত প্রাণী গুলোকে লালন পালন করি ও কাজে লাগায় তবে আরো ভাল সুফল পাব। তিনি আরো বলেন এ ব্যাপারে সরকার খুবই আন্তরিক তিনি সমন্বিত খামার প্রকল্পের আওতায় সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করে নিজের, পরিবারের ও এলাকার পুষ্টি চাহিদা পূরণ করতে সকলে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন আমরা সরাসরি খামার পরিদর্শক পরিদর্শন করব এবং খামারের খোঁজখবর নিয়ে ভালো খামার গড়তে সরকারি ভাবে যতটা সম্ভব সহযোগিতা করব।খোকসা প্রানী সম্পদ অফিস মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা।
প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার ও জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন আহমেদ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এলাকা থেকে খামারি, সাংবাদিক ও প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫০ টি স্টলে বিভিন্ন খামারিদের গৃহপালিত পশু, পাখি ও প্রাণী উক্ত প্রদর্শনীতে স্থান পায়।
বিকেলে প্রাণিসম্পদ প্রদর্শনী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন । সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৬ টি ক্যাটাগরিতে ১৮ জন কে পুরস্কৃত করা হয়। এছাড়াও অংশ গ্রহণকারী স্টলে সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 




















