ইস্রাফিল হোসেন ইমনঃ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ ইং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে আজ বুধবার সকাল ১০ টার সময় উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। ভেড়ামারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কানিজ ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত আশিকুর রহমান। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর অনুষ্ঠানে ৩০ স্টল প্রদর্শনীদের মাঝে ১৩ জনকে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 





















