আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক কলহের জেরে মোসাঃ মিম আক্তার (১৮) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার ( ২৫ নভেম্বর ) বেলা ১১ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত মিম আক্তার দীঘা গ্রামের ময়েন উদ্দিন মামুনের মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, পারিবারিক বিষয় নিয়ে মিম আক্তারের বাবা মায়ের সাথে মনমালিন্য হয়। এক পর্যায়ে বাবা মায়ের উপর অভিমান করে সবার অগোচরে বিষপান করে। পরে বিষক্রিয়ায় চিৎকার করলে তার বাবা-মা, আত্মীয় স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হস্তান্তর করেন। রাজশাহী নিয়ে যাওয়ার পথিমধ্যে দুপুর ১টার দিকে নাচোল উপজেলায় পৌঁছালে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 




















