ফিরোজ আলমঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টার সময় ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে “এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিড) বাস্তবায়নে” চিলড্রেন নো বেটার-মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্যা কী টু ইম্প্রভিং ইফেকটিভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন
সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানলে চেয়ারম্যান আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এসিডের প্রকল্প সমন্বয়কারী, চিলড্রেন নো বেটার প্রজেক্ট আলী আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও (ভারপ্রাপ্ত দায়িত্ব) উপজেলা নির্বাহী অফিসার জোবায়দা সুলতানা।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা, বেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, মহিষকুন্ডি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক লোকমান আলী, আতানারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান দেওয়ান, অত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষক আব্দুর রহিম, আতানারায়নপুর ইসলামী মাদ্রাসার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম -সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, এসিডির প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা আলম, মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি আহ্বায়ক, মোহনপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম কমিটি ও পুলিশ বান্ধব কমিটি সদস্য, সচেতনকর্মী, সাংবাদিক, ফিরোজ আলম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মসজিদের ইমাম, হিন্দু পুরোহিত।
সভায় বক্তরা বলেন ” শিশুর অংশগ্রহণ নিশ্চিত করি, যৌন শোষনমুক্ত বাংলাদেশ গড়ি” শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়া ছাত্রীদের বাল্য বিবাহ রোধ করতে হবে, বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ইভটিজিংরোধ ও নিরাপদ পথ চলা নিশ্চিত করতে হবে, প্রত্যেকটি উচ্চ বিদ্যালয়ে প্রতিমাসে উল্লেখযোগ্য সমস্যাগুলো রোধে থানা পুলিশের মনিটরিং ব্যাবস্থা অব্যহত রাখতে হবে এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে, শুধু থানা পুলিশর নিকট অপহরণ মামলা দিয়ে দোষারোপ করে দায় এড়ানো যাবে না, ছেলে মেয়েদের পালিয়ে বিয়েরোধে অবিভাবকদের সচেতন হতে হবে, সেই সাথে পারিবারিক শিক্ষা দিতে হবে, প্রভাবশালী ব্যক্তি দ্বারা যৌন নির্যাতনের শিকাররোধ, শিশুদের যৌন হয়রানি ও শিশু সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স চালু রাখতে হবে, সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ও সঠিক ভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে তা সভায় গুরুত্বারোপায়।
প্রধান অতিথির বক্তব্যে জোবায়দা সুলতানা তিনি বলেন, মেয়েরা মানসিক স্বপ্ন পুরনের ক্ষত্রে যৌন হয়রানি শিকার হয়, আগে শুধু মেয়েরা যৌন হয়রানি শিকার হতো বর্তমানে উভয়ে, যতদিন না আমাদের মন মানসিকতা পরিবর্তন না হবে অবিভাবক’রা সচেতন না হবে, সম্মেলিত ভাবে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। শুধু প্রশাসন ও পুলিশের পক্ষে একা কাজ করা সম্ভব নয়, যদি সামাজিক ভাবে আপনারা নিজ নিজ দায়িত্ব পালন না করেন ততোদিন যৌন হয়রানি নিমূল করা সম্ভব নয়।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 




















