মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় বানা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা রাজ ইসলাম খোকন (৫০)–কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজ ইসলাম খোকন মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক লাভলু সর্দার বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ আড়াই থেকে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়।
এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রাজ ইসলাম খোকনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 




















