শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ
বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ যেন কাটছেই না পাবনা ৪ আসনে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পাবনা ৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনে হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে ঈশ্বরদী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুকে ধানের শীষের প্রার্থী করার দাবিতে বিশাল মশাল মিছিল বের করেন তার সমর্থক কয়েক হাজার নেতাকর্মী। মিছিলটি ঈশ্বরদী আলহাজ্ব মোড় থেকে শুরু হয়ে ঈশ্বরদী বাসস্ট্যান্ডে এক সমাবেশে মিলিত হয়।
পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ফজলুর রহমান, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিগত সরকারের মিথ্যা মামলায় নির্যাতিত, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেয়া হয়েছে। হাবিবুর রহমান হাবিবকে জনবিচ্ছিন্ন দাবি করে তার মনোনয়ন পরিবর্তন করে জাকারিয়া পিন্টুকে ধানের শীষের প্রার্থী করার দাবি জানান তারা।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, জেলা প্রতিনিধি, পাবনা 




















