গোলাম রাব্বীঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদাদাবির অভিযোগে কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী কর্মকর্তা আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে চিলমারী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
শুক্রবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, মামলা নথিভুক্ত হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
মামলার অভিযুক্তরা হলেন—উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুর রহমান ও নাজমুল হুদা।
ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার দুপুরে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণের সময়। অভিযোগকারী উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, প্রণোদনা বিতরণের সময় অভিযুক্তরা চাঁদা দাবি করেন এবং বিতরণ কার্যক্রমে বাধা দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
তিনি বলেন, “সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মকর্তাকে মারধর করা অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করছি।”
চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় বলেন, “আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা হওয়া দরকার।” অভিযুক্ত কৃষকদল নেতা আবু হানিফা সাদ্দামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
চিলমারী উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফুল হায়দার লিপটন বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাবো।” এদিকে কুড়িগ্রাম জেলা কৃষকদলের সদস্য সচিব রুকুনুজ্জামান খন্দকার রুকু জানান, “আপনার কাছ থেকেই বিষয়টি জানলাম। বিষয়টি খতিয়ে দেখছি।”
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি 


























