জসীমউদ্দীন ইতিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দাখিল মাদ্রাসার সুপার আজিম উদ্দিনের বিরুদ্ধে রাতে বে–আইনীভাবে মাদ্রাসার গাছ কাটার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা গাছ কাটার ঘটনাটি দেখে ফেললে শ্রমিকরা দৌড়ে স্থান ত্যাগ করে।
অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে সুপার আজিম উদ্দিন ১টি আম ও ১টি কাঁঠাল গাছ কর্তন করেন। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। কাটা আম গাছটি মাদ্রাসা থেকে দ্রুত সরিয়ে ফেললেও কাঁঠাল গাছটি স্থানীয় জনগণ ও মাদ্রাসার সাবেক সভাপতি আইয়ুব আলী আটক করেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মাদ্রাসার সাবেক সভাপতি আইয়ুব আলী বলেন, “এই সুপার বরাবরই অনিয়মে জড়িত। এর আগেও রাতের আঁধারে গাছ কেটে বিক্রি করেছে। এবারও তার ব্যত্যয় হয়নি। আমি ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা সুপার আজিম উদ্দিন বলেন, “মাদ্রাসা কমিটির রেজুলেশন অনুযায়ী গাছ কাটা হয়েছে। প্রতিষ্ঠানে একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য জায়গা দরকার। এছাড়া আসবাবপত্র তৈরির প্রয়োজনেও গাছ দুটি কাটা হয়েছে।”
এ প্রসঙ্গে মাদ্রাসার বর্তমান সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী জানান, “বিষয়টি জানার পরপরই প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। এখানে কিছু পারিবারিক কোন্দল রয়েছে। আগামী বৃহস্পতিবার বসে বিষয়টি মীমাংসা করা হবে।”
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 




















