ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাটোর–১ আসনে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাইফুল ইসলাম টিপু

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু নিজের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক উন্নয়ন কর্মসূচি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) একটি প্রচারণা-পোস্টারের মাধ্যমে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ভূমিকা রাখার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দিয়ে নিজস্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।

 

প্রচারপত্রের মাধ্যমে তিনি কর্মপরিকল্পনার মোট ২৩টি দফা ঘোষণা করেছেন। দফাগুলোতে তিনি জানান- সকল শ্রেণী পেশার মানুষের নিরাপদ বসবাসের ব্যবস্থা করা হবে। রাস্তা, ব্রিজ, কালভার্ট সংস্কার ও নতুন পাকা রাস্তা নির্মাণের ব্যবস্থা করা হবে। অর্থনৈতিক জোন করে নতুন নতুন কর্মসংস্থানের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সকল মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানঘাট পরিকল্পিতভাবে নির্মাণ ও সংস্কার করা হবে। বড়াল ও খলিসাডাঙ্গা নদী সংস্কার ও সকল খাল পুনঃখনন করা হবে। বরেন্দ্র প্রকল্প চালু করে কৃষির উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা হবে।

 

পদ্মা নদীর ভাঙ্গা জমির রেজিস্ট্রেশন ও খাজনা চালুর ব্যবস্থা করা হবে। প্রতিটা ইউনিয়নে সুশীল শ্রেণীর ব্যক্তিবর্গ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সময় কাটানোর জন্য লাইব্রেরী নির্মাণের উদ্যোগ নেয়া হবে। বাধ্যতামূলক খেলাধুলার ব্যবস্থা করা হবে, যাতে নাগরিক সমাজ মাদক থেকে দূরে থাকতে পারে। গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। ভ্যান, রিক্সা ও সিএনজি চালক দুর্ঘটনার শিকার হলে তাদের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।

 

দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। নর্থ বেঙ্গল সুগার মিল ও হাসপাতালকে আধুনিকায়ন করা হবে। মহিলাদের ফ্যামিলি কার্ড, কুটির শিল্প, হস্তশিল্প, কৃষকদের কৃষি কার্ড ও চিকিৎসা কার্ডের ব্যবস্থা করা হবে। খাল-বিলের পানি নিষ্কাশন ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সুইচগেট নির্মাণের ব্যবস্থা করা হবে।

 

হাঁস, মুরগি, গরু ও ছাগল পালনের মাধ্যমে স্থানীয়ভাবে যুবসমাজের বেকার সমস্যা সমাধানের উদ্যোগ ও শিক্ষিত মেধাবীদের কর্মসংস্থানে সাহায্য করা হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে। এতিমখানা ও কওমি মাদ্রাসাকে স্থানীয়ভাবে সহযোগিতার পাশাপাশি সরকারি সহযোগিতার জন্য সোচ্চার হবো।

 

লালপুর বাজারসহ লালপুর – বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন বাজারে ড্রেনেজ ব্যবস্থা করা হবে। ঈশ্বরদী বিমানবন্দর চালুর উদ্যোগ নেয়া হবে। সকল প্রকার সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ এবং ইভটিজিং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আম সহ কাঁচামাল সংরক্ষণের জন্য হিমাগার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। সাংবাদিকদের জন্য প্রেসক্লাব নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

 

পরিশেষে তিনি উন্নয়নমুখী এসব কর্মসূচি বাস্তবায়নে জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এ অঙ্গীকারপত্র ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

 

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর, ২০২৫ লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তিনি নিজেকে জিয়া পরিবারের আদর্শের অনুসারী দাবি করে বলেন, “খালেদা জিয়া আমার মা, তারেক রহমান আমার ভাই ও নেতা। মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত তাঁদের হাতে, তাঁদের সঙ্গেই রাজনীতি করতে চাই।” তবে দলের চূড়ান্ত সিদ্ধান্তে বিএনপির মনোনয়ন না পেলে লালপুর – বাগাতিপাড়ার মানুষের জন আকাঙ্খা পূরণে তিনি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে বলে ঘোষণা দেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নিতীশ কুমার

error: Content is protected !!

নাটোর–১ আসনে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাইফুল ইসলাম টিপু

আপডেট টাইম : এক ঘন্টা আগে
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদঃ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু নিজের নির্বাচনী ইশতেহার ও অগ্রাধিকারমূলক উন্নয়ন কর্মসূচি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) একটি প্রচারণা-পোস্টারের মাধ্যমে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ভূমিকা রাখার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নকে প্রাধান্য দিয়ে নিজস্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।

 

প্রচারপত্রের মাধ্যমে তিনি কর্মপরিকল্পনার মোট ২৩টি দফা ঘোষণা করেছেন। দফাগুলোতে তিনি জানান- সকল শ্রেণী পেশার মানুষের নিরাপদ বসবাসের ব্যবস্থা করা হবে। রাস্তা, ব্রিজ, কালভার্ট সংস্কার ও নতুন পাকা রাস্তা নির্মাণের ব্যবস্থা করা হবে। অর্থনৈতিক জোন করে নতুন নতুন কর্মসংস্থানের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সকল মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানঘাট পরিকল্পিতভাবে নির্মাণ ও সংস্কার করা হবে। বড়াল ও খলিসাডাঙ্গা নদী সংস্কার ও সকল খাল পুনঃখনন করা হবে। বরেন্দ্র প্রকল্প চালু করে কৃষির উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা হবে।

 

পদ্মা নদীর ভাঙ্গা জমির রেজিস্ট্রেশন ও খাজনা চালুর ব্যবস্থা করা হবে। প্রতিটা ইউনিয়নে সুশীল শ্রেণীর ব্যক্তিবর্গ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সময় কাটানোর জন্য লাইব্রেরী নির্মাণের উদ্যোগ নেয়া হবে। বাধ্যতামূলক খেলাধুলার ব্যবস্থা করা হবে, যাতে নাগরিক সমাজ মাদক থেকে দূরে থাকতে পারে। গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। ভ্যান, রিক্সা ও সিএনজি চালক দুর্ঘটনার শিকার হলে তাদের চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।

 

দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। নর্থ বেঙ্গল সুগার মিল ও হাসপাতালকে আধুনিকায়ন করা হবে। মহিলাদের ফ্যামিলি কার্ড, কুটির শিল্প, হস্তশিল্প, কৃষকদের কৃষি কার্ড ও চিকিৎসা কার্ডের ব্যবস্থা করা হবে। খাল-বিলের পানি নিষ্কাশন ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সুইচগেট নির্মাণের ব্যবস্থা করা হবে।

 

হাঁস, মুরগি, গরু ও ছাগল পালনের মাধ্যমে স্থানীয়ভাবে যুবসমাজের বেকার সমস্যা সমাধানের উদ্যোগ ও শিক্ষিত মেধাবীদের কর্মসংস্থানে সাহায্য করা হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে। এতিমখানা ও কওমি মাদ্রাসাকে স্থানীয়ভাবে সহযোগিতার পাশাপাশি সরকারি সহযোগিতার জন্য সোচ্চার হবো।

 

লালপুর বাজারসহ লালপুর – বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন বাজারে ড্রেনেজ ব্যবস্থা করা হবে। ঈশ্বরদী বিমানবন্দর চালুর উদ্যোগ নেয়া হবে। সকল প্রকার সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ এবং ইভটিজিং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আম সহ কাঁচামাল সংরক্ষণের জন্য হিমাগার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। সাংবাদিকদের জন্য প্রেসক্লাব নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

 

পরিশেষে তিনি উন্নয়নমুখী এসব কর্মসূচি বাস্তবায়নে জনগণের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এ অঙ্গীকারপত্র ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

 

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর, ২০২৫ লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তিনি নিজেকে জিয়া পরিবারের আদর্শের অনুসারী দাবি করে বলেন, “খালেদা জিয়া আমার মা, তারেক রহমান আমার ভাই ও নেতা। মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত তাঁদের হাতে, তাঁদের সঙ্গেই রাজনীতি করতে চাই।” তবে দলের চূড়ান্ত সিদ্ধান্তে বিএনপির মনোনয়ন না পেলে লালপুর – বাগাতিপাড়ার মানুষের জন আকাঙ্খা পূরণে তিনি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে বলে ঘোষণা দেন।


প্রিন্ট