ঢাকা , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

অন্ধকার রাতে চাল–ডাল কাঁধে নিয়ে দরিদ্র মানুষের দ্বারে সেই ভাইরাল রায়হান জামিল

আসলাম বেপারীঃ

 

ইলিশ ১০ টাকা কেজি, গরুর মাংস ১ টাকা কেজি দরে এবং চাল মাত্র ২ টাকা কেজিতে বিতরণ করে আলোচনায় আসা ফরিদপুর-৪ (সদরপুর–ভাঙ্গা–চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে তিনি নিজ হাতে চাল, নিত্যপ্রয়োজনীয় বাজার ও বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেন অভাবী মানুষের ঘরে।

 

স্থানীয়দের ভাষ্য, অন্ধকার রাতে মাথায় চালের বস্তা ও হাতে বাজারের ব্যাগ নিয়ে তাকে দূর-দূরান্তের বাড়িগুলোতে হাঁটতে দেখা গেছে। সঙ্গে ছিলেন কয়েকজন সহযোগীও। অন্ধকারাচ্ছন্ন গ্রামীণ রাস্তা এবং নিস্তব্ধ পরিবেশে তার এই নীরব সেবা কার্যক্রম মানবিকতার নতুন মাত্রা যুক্ত করেছে।

 

মান্নান ফকির বলেন, দিনের আলোতে অনেকে সহায়তা করলেও, রাতের অন্ধকারে নিরবে সাহায্য পৌঁছে দেওয়ার ঘটনা খুবই বিরল। কোনো প্রচার–প্রচারণা ছাড়াই মানুষের দুঃখকে নিজের দায়িত্ব মনে করে কাজ করাই মুফতি রায়হান জামিলের সবচেয়ে বড় পরিচয়।

 

মুফতি রায়হান জামিল বলেন, “মানুষের সুখ–দুঃখে পাশে থাকা আমার ঈমানি ও নৈতিক দায়িত্ব। যারা মুখ ফুটে চাহিদার কথা বলতে পারে না, তাদের ঘরে ঘরে সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সেই অনুযায়ী মানুষের কল্যাণেই কাজ করে যেতে চাই।”

 

তার এই উদ্যোগ স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, সামর্থ্যবান প্রত্যেকে যদি এভাবে এগিয়ে আসতেন, সমাজের চিত্রই বদলে যেত।

 

উল্লেখ্য, এর আগে গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজিতে চাল বিতরণ করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এছাড়া গত ৮ নভেম্বর নির্বাচনী গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল করে তিনি আবারও সমালোচনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নিতীশ কুমার

error: Content is protected !!

অন্ধকার রাতে চাল–ডাল কাঁধে নিয়ে দরিদ্র মানুষের দ্বারে সেই ভাইরাল রায়হান জামিল

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :

আসলাম বেপারীঃ

 

ইলিশ ১০ টাকা কেজি, গরুর মাংস ১ টাকা কেজি দরে এবং চাল মাত্র ২ টাকা কেজিতে বিতরণ করে আলোচনায় আসা ফরিদপুর-৪ (সদরপুর–ভাঙ্গা–চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে তিনি নিজ হাতে চাল, নিত্যপ্রয়োজনীয় বাজার ও বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেন অভাবী মানুষের ঘরে।

 

স্থানীয়দের ভাষ্য, অন্ধকার রাতে মাথায় চালের বস্তা ও হাতে বাজারের ব্যাগ নিয়ে তাকে দূর-দূরান্তের বাড়িগুলোতে হাঁটতে দেখা গেছে। সঙ্গে ছিলেন কয়েকজন সহযোগীও। অন্ধকারাচ্ছন্ন গ্রামীণ রাস্তা এবং নিস্তব্ধ পরিবেশে তার এই নীরব সেবা কার্যক্রম মানবিকতার নতুন মাত্রা যুক্ত করেছে।

 

মান্নান ফকির বলেন, দিনের আলোতে অনেকে সহায়তা করলেও, রাতের অন্ধকারে নিরবে সাহায্য পৌঁছে দেওয়ার ঘটনা খুবই বিরল। কোনো প্রচার–প্রচারণা ছাড়াই মানুষের দুঃখকে নিজের দায়িত্ব মনে করে কাজ করাই মুফতি রায়হান জামিলের সবচেয়ে বড় পরিচয়।

 

মুফতি রায়হান জামিল বলেন, “মানুষের সুখ–দুঃখে পাশে থাকা আমার ঈমানি ও নৈতিক দায়িত্ব। যারা মুখ ফুটে চাহিদার কথা বলতে পারে না, তাদের ঘরে ঘরে সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, সেই অনুযায়ী মানুষের কল্যাণেই কাজ করে যেতে চাই।”

 

তার এই উদ্যোগ স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, সামর্থ্যবান প্রত্যেকে যদি এভাবে এগিয়ে আসতেন, সমাজের চিত্রই বদলে যেত।

 

উল্লেখ্য, এর আগে গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজিতে চাল বিতরণ করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এছাড়া গত ৮ নভেম্বর নির্বাচনী গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল করে তিনি আবারও সমালোচনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।


প্রিন্ট