জিয়াউর রহমানঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।
দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে (২০ নভেম্বর ২০২৫),বৃহস্পতিবার সকাল ১০:৪৫ মিনিটে উপজেলা চত্বরে অবস্থিত কনফারেন্স রুমে সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় দৌলতপুর উপজেলা মৎস কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় ও দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, দৌলতপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. লামইয়ানুল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মান শেখ সহ সকল দপ্তরের কর্মকর্তারা।
এসময় নবাগত জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন দৌলতপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 




















