আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের ভুমিকা শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে,বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি তানোর উপজেলা শাখার উদ্যোগে তানোর মহিলা ডিগ্রি কলেজ চত্ত্বরে আয়োজিত তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষকদের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
প্রধান বক্তা হিসিবে বক্তব্য রাখেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও কোয়েল আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও সরনজাই ডিগ্রি কলেজ অধ্যক্ষ ইমারত আলী এবং সঞ্চালনা করেন কলেজ শিক্ষক সমিতির সম্পাদক ও মুন্ডুমালা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ শহীদুল হক।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ, কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, কলেজ শিক্ষক সমিতি মোহনপুর শাখার যুগ্ম-সম্পাদক সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন, মাদারীপুর আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন, কোয়েল আদর্শ কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, বিল্লী স্কুল এ্যান্ড কলেজ অধ্যক্ষ জামিলুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা ও সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী প্রমুখ।
এছাড়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাধারণ শিক্ষক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 




















