সাজেদুর রহমানঃ
বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা ও বেকারদের বেকারভাতা প্রদান করা হবে। মা-বোনদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে এবং শিক্ষিত মেয়েদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই শার্শার মাটিতে হবে না। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে তিনি বলেন— “এই দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকবে না, আমরা সবাই বাংলাদেশি। সকলকে সঙ্গে নিয়ে উন্নত শার্শা গড়া হবে।”
আজ বাগআঁচড়া হাইস্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু। বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহসিন কবির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দীন, সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, নাসিমুল গনি বল্টু, আব্দার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক আব্দুল কুদ্দুস বিশ্বাস, তাজউদ্দীন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস আহাদ, নাসিরুদ্দিন, আতাউর রহমান আতা ও মফিজুর রহমান প্রমুখ।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 




















