মাহমুদুর রহমান তুরানঃ
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকালে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ঢাকা–ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা বাসস্ট্যান্ডে পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এসময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী, এপিবিএন ও বিজিবি কর্মকর্তারা এবং সদস্যবৃন্দ।

ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, আইন-শৃঙ্খলা ও জান মালের নিরাপত্তা রক্ষায় যা যা করনীয়, সব করছি। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছ। গতকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড একশন ব্যাটালিয়ান, এপিবিএন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।
ভাঙ্গার যেসব পয়েন্টে অবরোধকারীরা নামতে পারে সকল পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আশা করছি অনাকাঙ্ক্ষিত কোন কিছুই ঘটবে না।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 




















