রনি আহমেদ রাজুঃ
নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে তুলে ধরে মাগুরার শালিখা ও সদর উপজেলার বেরইল পলিতা এলাকায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে দুটি পৃথক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় শালিখার আড়পাড়া হাই স্কুল মাঠে এবং সন্ধ্যা ৬টায় বেরইল পলিতা হাই স্কুল মাঠে এই সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইমুর আলী মৃধা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম।
জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সাবিনা ইয়াসমিন মেরি, মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক পাপিয়া শারমিন, পৌর মহিলা দলের আহ্বায়ক খুরশিদা ইয়াসমিন ইতি এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, তাঁতিদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলা দলের খণ্ড খণ্ড মিছিল সমাবেশস্থলে এসে যোগ দিতে থাকে। শুরু হওয়ার আগেই পুরো মাঠ হাজারো নারীতে পরিপূর্ণ হয়ে যায়।
সভাপতির বক্তব্যে বেগম সেলিমা রহমান বলেন, নারী ও শিশুর অধিকার সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। স্থানীয় থেকে জাতীয় পর্যায় সবখানে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ক্ষমতায় গেলে বিএনপি নারী ও শিশুর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী দুই সমাবেশেই বলেন আমি আমার পিতা নিতাই রায় চৌধুরীকে আপনাদের কাছে রেখে গেলাম, এই আমানত আপনারা জীবন দিয়ে হলেও রক্ষা করবেন। ধানের শীষের বিজয় হলে দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিজয় হবে। তাই আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি 




















