সাহিদা পারভীনঃ
সোমবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় সহকারী কমিশনার( ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, কৃষি অফিসার পূর্ণিমা হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ আলিম, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রমুখ বক্তব্য প্রদান করেন।
সভার সমাপনী বক্তব্য প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, দেশ এক সংকটময় সময় পার করছে।
এ অবস্থায় কেউ যেন সংকট সৃস্টি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হেব। তিনি মাদক ও বাল্যবিবাহ রোধের জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি 




















