এস. এম সালমান হৃদয়ঃ
বগুড়া–সিরাজগঞ্জ রেল জংশন স্টেশন নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চললেও নতুন রেললাইন স্থাপনায় শহরের ভেতরের পথ বাদ দিয়ে বিকল্প রুট গ্রহণের দাবিতে সরব হয়ে উঠেছেন স্থানীয়রা। তাদের মতে, বগুড়া মূল রেল স্টেশনকে সক্রিয় রাখা হলেও জংশন সংযোগ লাইন শহরের বাইরে স্থাপন করা জরুরি হয়ে পড়েছে।
স্থানীয়দের প্রস্তাব, রানিরহাট জংশন থেকে পশ্চিম দিকে কাহালু এবং পূর্ব দিকে গাবতলী রেল স্টেশনের সাথে সরাসরি সংযোগ লাইন স্থাপন করা উচিত। এতে বগুড়া শহরের ভেতর দিয়ে রেল চলাচলের প্রয়োজন কমে যাবে এবং দীর্ঘদিনের যানজট সংকট সমাধান হবে।
তারা বলেন, রেলগেট এলাকায় প্রতিদিনই যানজট তৈরি হয়। ট্রেন চলাচলের সময় যানবাহনের দীর্ঘ অপেক্ষা জনদুর্ভোগ বাড়ায়। শহরের বাইরে বিকল্প লাইন নির্মিত হলে এসব ঝামেলা দূর হবে এবং শহর হবে আরও গতিশীল ও নিরাপদ।
স্থানীয় সচেতন মহল মনে করেন, দেশের রেল ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে হলে বগুড়া শহরের উপর চাপ কমানো জরুরি। নতুন জংশন স্টেশনটি শহরের বাইরে থাকায় মালবাহী ও আন্তঃনগর ট্রেনগুলোও শহর এড়িয়ে চলতে পারবে, যা বগুড়ার উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 



















