সাগর চক্রবত্তীঃ
ফরিদপুরের মধুখালীতে একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী মোঃ কবির শেখ (৪৪) কে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার মেছড়দিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কবির শেখ মেছড়দিয়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।
মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রোস্তম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল হালিম, এএসআই আশরাফুল আলম ও সঙ্গী ফোর্সসহ সকালে কবির শেখের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ পুরিয়া গাঁজা এবং মাদক ব্যবসার নগদ ৯,৮১০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, কবির শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও বিতরণের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে একই দিন বিকেল ৩টার দিকে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
সাগর চক্রবত্তী, বিশেষ প্রতিনিধি 



















