অহিদ সাইফুলঃ
ঝালকাঠির রাজাপুরে রিউমেটিক ফিভার বা বাতজ্বরে আক্রান্ত রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বালক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্তচলবে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম।
ব্যারিস্টার মঈন ফিরোজীর ও পরিবারের সৌজন্যে ডা. আব্দুল হাকিম স্মৃতি আয়োজিত এ ক্যাম্পে প্রফেসর ডা. নজরুল ইসলামের নেতৃত্বে ঢাকা থেকে আগত ৩৩ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।
ক্যাম্প উদ্বোধন করে ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন,“রিউমেটিক ফিভার অনেক পরিবারের জন্য কষ্টের কারণ। চিকিৎসার ব্যয় অনেকেই বহন করতে পারে না। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। আমি চাই রাজাপুর, কাঁঠালিয়া ও নলছিটির মানুষ যেন ভালো স্বাস্থ্যসেবা পায়। সামনে আরও বড় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন রাজনীতি মানুষের কল্যানের জন্য।বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও দীর্ঘ লম্ভা সময়ে আমি রাজাপুর-কাঠালিয়ার মানুষের পাশে থেকে সেবা মূলক কার্যক্রম চালিয়ে যেতে চাই।এই জনপদে আমার পৈত্বিক শিকর, আমার বাবাও একজন চিকিৎসক ছিলেন।আগামীতে বড় পরিসরে একটি মেডিকেল টিম নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। “আজ যারা চিকিৎসা নিতে এসেছেন, তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পেরে আমি আনন্দিত। এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রফেসর ডা. নজরুল ইসলাম বলেন,“রিউমেটিক ফিভার অবহেলা করলে দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ে। তাই প্রাথমিক পর্যায়ে চিকিৎসা ও সচেতনতা অত্যন্ত জরুরি। আজকের এই মেডিকেল ক্যাম্প মানুষের উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি।”আয়োজকদের মতে, দিনব্যাপী ক্যাম্পে চার শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহন করেছেন।এই সময়ে তার সহধর্মিনী আইনজীবী সাবরিনা ফিরোজী সাথে ছিলেন।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি 



















