শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় খোকসা যুব সংঘ ও পাঠাগার এর আয়োজনে খোকসা উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
ফাইনাল খেলায় কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ বনাম দক্ষিন মনহরপুর ফুটবল একাদশ কুমারখালী ফাইনাল খেলায় অংশগ্রহণ করে এবং নির্ধারিত সময়ে ০১-০১ গোলে খেলাটি অমীমাংসিত হয়ে শেষ হয়।
পরে টাইব্রেকারের মাধ্যমে ০৪–০৩ গোলে কুমারখালী দক্ষিণ মনহরপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন, পৌর বিএনপির সভাপতি এ জেড জি রশিদ রেজা বাজু, যুব সংঘ ক্লাবের সভাপতি আশরাফ আলী, খেলার অন্যতম সংগঠক যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু, যুব সংঘ ক্লাবের সাবেক সভাপতি শামীম আহমেদ বাবু, উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক মমিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাফরুজ্জামান মিন্টু, যুব সংঘ ক্লাবের কোষাধ্যক্ষ নুরুজ্জামান,জয়ন্ত রায় বিটু, পীযূষ মজুমদার প্রমুখ।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 



















