মানিক কুমার দাসঃ
এ উপলক্ষে আজ শুক্রবার শহরের কবি জসীমউদ্দীন হলে ফুল কুঁড়ি আসর ফরিদপুর শহর শাখার উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা অধ্যাপক আব্দুল বাতেন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র উপাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুস সাত্তার, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ও ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আরিব মাহমুদ, কেন্দ্রীয় কৃষি শিল্প বিজ্ঞান সম্পাদক মেহেদী হাসান মুন্না।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর শাখার সহকারী পরিচালক মাশরুক জিহান।
সভায় বক্তারা ফুলকুঁড়ি আসরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা বলেন পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে করতে হবে । আর সে লক্ষ্য নিয়েই এই সংগঠন তার কার্যক্রম পরিচালনা করে আসছে। বক্তারা আরও বলেন শিশুরা জাতির ভবিষ্যৎ তার আগামী দিনে দেশকে পরিচালনা করবে। শুধু লেখাপড়া করলে হবে না পাশাপাশি তাদের ভিতর সংস্কৃতি চর্চা খেলাধুলা পরিবেশ তৈরি করতে হবে এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে । তারা যাতে সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেজন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
এসময় তারা আরও বলেন শেখ হাসিনা সরকার পতনের সময় ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে আমরা প্রায় দেড় শতাধিক শিশুকে হারিয়েছি। অনুষ্ঠানে পরবর্তী পর্বে মোট দশটি স্কুলের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৫৫ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এর পূর্বে একক অভিনয় , নাটিকা কবিতা আবৃত্তি সহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















