ঢাকা , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ডাসার উপজেলায় গ্রাম আদালতের দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোহাগ কাজীঃ

 

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী গ্রাম আদালতের প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এবং মামলা নিষ্পত্তিতে উৎসাহিত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

১২-১৩ নভেম্বর ২০২৫ ইং (দুই দিনব্যাপী দুটি ব্যাচ) উপজেলা প্রশাসনিক ভবন, ডাসার, মাদারীপুর সাইফ-উল-আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ডাসার উপজেলা সহ ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ।

উদ্বোধনী বক্তৃতায় ইউএনও’র গুরুত্বপূর্ণ বার্তা উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের প্রতি গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান জানান।

 

তিনি বলেন, “আপনারা প্রতিটি ইউনিয়নে ১২ জন করে নির্বাচিত প্রতিনিধি আছেন। আপনারা যদি প্রতি মাসে একটি করে মামলা নিষ্পত্তি করেন, তবে মাসে মোট ১২টি মামলা নিষ্পত্তি হয়। কিন্তু বিগত দিনের উপজেলা রিপোর্টে দেখা যায়, অনেক ইউনিয়নে মামলার সংখ্যা শূন্য এবং অনেক ইউনিয়নে দুই একটি মাত্র মামলা নিষ্পত্তি হয়েছে। এই পরিস্থিতিতে আমি আপনাদের সবাইকে বলব, ছোট ছোট বিরোধগুলো থানা বা কোর্টমুখী না করে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে, যাতে সাধারণ মানুষ স্বল্প খরচে দ্রুত ন্যায়বিচার পায়।”

 

ইউএনও আরও জানান যে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক ৩ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। দেওয়ানি মামলার ফি: ২০/- টাকা; ফৌজদারি মামলার ফি: ১০/- টাকা; তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে প্রত্যেকটি ইউনিয়নে মামলার নিষ্পত্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণে সেশন পরিচালনাকারীগণ উক্ত প্রশিক্ষণে ইউ আর টি (ইউনিয়ন রিসোর্স টিম) সদস্য হিসেবে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; উপজেলা সমাজসেবা অফিসার; উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি); প্রশিক্ষণ পরিচালনা সম্পূর্ণ প্রশিক্ষণটি পরিচালনা করেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।

এই সংবাদটি সম্পর্কে আপনার কি আরও কিছু জানতে বা অন্য কোনো বিষয়ে সাহায্য দরকার।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে ট্রাকসহ ১৪৮ বস্তা জিরা উদ্ধার, দুই ডাকাত গ্রেফতার

error: Content is protected !!

ডাসার উপজেলায় গ্রাম আদালতের দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
সোহাগ কাজী, মাদারীপুর সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :

সোহাগ কাজীঃ

 

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী গ্রাম আদালতের প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এবং মামলা নিষ্পত্তিতে উৎসাহিত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

১২-১৩ নভেম্বর ২০২৫ ইং (দুই দিনব্যাপী দুটি ব্যাচ) উপজেলা প্রশাসনিক ভবন, ডাসার, মাদারীপুর সাইফ-উল-আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ডাসার উপজেলা সহ ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ।

উদ্বোধনী বক্তৃতায় ইউএনও’র গুরুত্বপূর্ণ বার্তা উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের প্রতি গ্রাম আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তির সংখ্যা বাড়ানোর আহ্বান জানান।

 

তিনি বলেন, “আপনারা প্রতিটি ইউনিয়নে ১২ জন করে নির্বাচিত প্রতিনিধি আছেন। আপনারা যদি প্রতি মাসে একটি করে মামলা নিষ্পত্তি করেন, তবে মাসে মোট ১২টি মামলা নিষ্পত্তি হয়। কিন্তু বিগত দিনের উপজেলা রিপোর্টে দেখা যায়, অনেক ইউনিয়নে মামলার সংখ্যা শূন্য এবং অনেক ইউনিয়নে দুই একটি মাত্র মামলা নিষ্পত্তি হয়েছে। এই পরিস্থিতিতে আমি আপনাদের সবাইকে বলব, ছোট ছোট বিরোধগুলো থানা বা কোর্টমুখী না করে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে, যাতে সাধারণ মানুষ স্বল্প খরচে দ্রুত ন্যায়বিচার পায়।”

 

ইউএনও আরও জানান যে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক ৩ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। দেওয়ানি মামলার ফি: ২০/- টাকা; ফৌজদারি মামলার ফি: ১০/- টাকা; তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে প্রত্যেকটি ইউনিয়নে মামলার নিষ্পত্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

প্রশিক্ষণে সেশন পরিচালনাকারীগণ উক্ত প্রশিক্ষণে ইউ আর টি (ইউনিয়ন রিসোর্স টিম) সদস্য হিসেবে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা; উপজেলা সমাজসেবা অফিসার; উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি); প্রশিক্ষণ পরিচালনা সম্পূর্ণ প্রশিক্ষণটি পরিচালনা করেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন।

এই সংবাদটি সম্পর্কে আপনার কি আরও কিছু জানতে বা অন্য কোনো বিষয়ে সাহায্য দরকার।


প্রিন্ট