ঢাকা , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে এম্বুলেন্স চালকের ইয়াবা সেবনের ভিডিও ফাঁস, রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এস.এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারীতে একটি রোগী বহনকারী এম্বুলেন্সের চালকের ইয়াবা সেবনের ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিপ্লব নামের এক ব্যক্তি হাসপাতালের একটি জরাজীর্ণ ভবনের ভেতরে বসে মাদক সেবন করছেন বলে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের আতিয়ার নামে এক ব্যক্তির মালিকানাধীন এম্বুলেন্স চালান। তিনি নিয়মিতভাবে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী পরিবহন করে থাকেন।

 

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন নাগরিকদের অভিযোগ, একজন মাদকাসক্ত চালকের হাতে রোগী পরিবহনের দায়িত্ব থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে রোগী ও তার স্বজনদের জীবন যে কোনো সময় বড় বিপদের মুখে পড়তে পারে।

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, “এই এম্বুলেন্সটি ব্যক্তিমালিকানাধীন। তবুও বিষয়টি অত্যন্ত গুরুতর। আমরা প্রশাসনকে জানাব, যেন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।”

 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এম্বুলেন্সের মালিকের সঙ্গে কথা বলে চালককে চাকরিচ্যুত করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, “কোনো মাতাল বা নেশাগ্রস্ত ব্যক্তি কোনো যানবাহন চালাতে পারবেন না।বিশেষ করে এম্বুলেন্সের মতো জরুরি সেবামূলক গাড়ি তো নয়ই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ঘটনাস্থলে ধরা গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া যেত।”

 

স্থানীয়রা দ্রুত তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় না ঘটে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে ট্রাকসহ ১৪৮ বস্তা জিরা উদ্ধার, দুই ডাকাত গ্রেফতার

error: Content is protected !!

বোয়ালমারীতে এম্বুলেন্স চালকের ইয়াবা সেবনের ভিডিও ফাঁস, রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
এস.এম রবিউল ইসলাম রুবেল, নিজস্ব প্রতিনিধি :

এস.এম রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারীতে একটি রোগী বহনকারী এম্বুলেন্সের চালকের ইয়াবা সেবনের ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিপ্লব নামের এক ব্যক্তি হাসপাতালের একটি জরাজীর্ণ ভবনের ভেতরে বসে মাদক সেবন করছেন বলে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপ্লব সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের আতিয়ার নামে এক ব্যক্তির মালিকানাধীন এম্বুলেন্স চালান। তিনি নিয়মিতভাবে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী পরিবহন করে থাকেন।

 

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন নাগরিকদের অভিযোগ, একজন মাদকাসক্ত চালকের হাতে রোগী পরিবহনের দায়িত্ব থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে রোগী ও তার স্বজনদের জীবন যে কোনো সময় বড় বিপদের মুখে পড়তে পারে।

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, “এই এম্বুলেন্সটি ব্যক্তিমালিকানাধীন। তবুও বিষয়টি অত্যন্ত গুরুতর। আমরা প্রশাসনকে জানাব, যেন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।”

 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এম্বুলেন্সের মালিকের সঙ্গে কথা বলে চালককে চাকরিচ্যুত করা হবে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, “কোনো মাতাল বা নেশাগ্রস্ত ব্যক্তি কোনো যানবাহন চালাতে পারবেন না।বিশেষ করে এম্বুলেন্সের মতো জরুরি সেবামূলক গাড়ি তো নয়ই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ঘটনাস্থলে ধরা গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া যেত।”

 

স্থানীয়রা দ্রুত তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় না ঘটে।


প্রিন্ট