এস. এম সালমান হৃদয়ঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-০২ (শিবগঞ্জ) আসন থেকে তার নিজস্ব দল নাগরিক ঐক্যর প্রতীক ‘কেটলি’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
১২ নভেম্বর, বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে নাগরিক ঐক্য আয়োজিত এক পথসভা ও গণসংযোগে তিনি এই ঘোষণা দেন। এর ফলে বগুড়ার এই আসনটিতে মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা নিয়ে রাজনৈতিক মহলে যে অনিশ্চয়তা ছিল, তার অবসান হলো।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না স্পষ্ট করে দেন যে, শিবগঞ্জ আসন থেকেই তিনি নির্বাচনে লড়বেন। তিনি বলেন, যেহেতু আমার বাড়ি শিবগঞ্জে। আমি চাই, আমি শিবগঞ্জে রাজনীতি করব। আমাকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় পাঠাতে পারবে না। এইটা আমার জায়গা।
শিবগঞ্জের উন্নয়ন যাতে হয়, ভালো যাতে হয়, সেই লক্ষ্যে কাজ করব। আমি আপনাদের সাথে চাই, সমর্থন চাই। ভোট যদি হয়, আমি এখানে দাঁড়াব। আমার দল আছে, দলের নিবন্ধন আছে; মার্কা আছে। আমার মার্কায় আমি ভোট করব।
উন্নয়ন বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কিচক ইউনিয়নের এক ভোটার বলেন মান্না শিবগঞ্জে অতিথি পাখির মতো আসে আর যায়। মান্নার দ্বারা শিবগঞ্জে কোন উন্নয়ন মূলক কাজ হয়নি, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলো তবুও কোন উন্নয়ন শিবগঞ্জে করতে পারে নি, সেজন্য জনগণ তাকে সমর্থন দেয়ার আগে ভেবে দেখবে বলে মনে করি।
সারাদেশে ৫০টি আসনে লড়বে নাগরিক ঐক্য নির্বাচনে দলীয় অংশগ্রহণের বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি জানান, সারাদেশের অন্তত ৫০টি আসনে তার দল প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি উল্লেখ করেন, যদিও জোটগতভাবে নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়নি, তবে তিনি জনগণের পক্ষে লড়তে দৃঢ়প্রতিজ্ঞ।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 




















