মনোয়ার ইমামঃ
আজ শেষ দফায় ভোট পর্ব চলছে বিহারে। মোট ২০ টি জেলায় ১২২টি বিধান সভা অনুষ্ঠিত হচ্ছে শেষ দফায় ভোট পর্ব। এদিন সকাল থেকে দীর্ঘ লাইন দেখা যায় বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে।কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভারতের নেপাল ও ভুটান এবং বাংলাদেশের সীমান্ত রেখা বারবার বিহারের সিয়ান ও পশ্চিম চম্পারন ও পূর্ব চম্পারণ ও মধু বনী ও সীতামারি সুবৌল কিষানগঙ্গ আরা সহ মোট ২০ টি জেলায়।

এছাড়া ভারতের মোট সাতটি বিধান সভা নির্বাচন হচ্ছে। সেগুলো হলো ভারতের জম্মু ও কাশ্মীরের বাগগাম ও নাগরোটা রাজস্থানের আন্টা এবং ঝাড়খণ্ড রাজ্যের ঘাট শিলা ও তেলেঙ্গানা রাজ্য জুবিলি হিলস এবং পাঞ্জাব প্রদেশের তরণ তারান ও পূর্ব ভারতের মিজোরাম এর ডাম্পা এবং আন্টা এবং উড়িষ্যা রাজ্যের নুয়াপাড়া।মোট ভোটার সংখ্যা তিন কোটি ৭০ লাখ এর বেশি।

তবে কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পাহারায় রয়েছে ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যরা।মোট তিন শত ক্যাম্প কেন্দ্রীয় বাহিনী সদস্যরা রয়েছে তার মধ্যে মহিলা কেন্দ্রীয় বাহিনী সদস্যরা রয়েছে ১৩৫ টি ক্যাম্পে। এখন পর্যন্ত মোট ৫৬ পার্সেন্ট ভোট পড়েছে। ছোট খাটো ঝামলে ছাড়া অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে দ্বিতীয় দফায় ভোট পর্ব। ভোট গণনা হবে আগামী ১৪ নভেম্বর। এন ডি এ জোট না ইন্ডিয়া জোট কে ক্ষমতায় আসতে পারবে তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৪ ই নভেম্বর পর্যন্ত।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
মনোয়ার ইমাম, দক্ষিন ২৪ পরগনা, (কোলকাতা) প্রতিনিধি 




















