আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের(ইউপি)বংশীধরপুর গ্রামে ফাদিল উদ্দীনের(৫০)বসতবাড়ি ভাংচুর ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে জোরপূবর্ক কাঁটা তারের বেড়া দিয়ে জায়গা দখলের ঘটনা ঘটেছে।
শনিবার দুপরে (৮ নভেম্বর) কলমা ইউনিয়নের বংশীধরপুরে মৃত অহির মোল্লার পুত্র ফাদিল উদ্দীনের(৫০) বসত বাড়িতে প্রতিবেশি প্রতিপক্ষ নইমুদ্দিনের পুত্র মেহের আলী ও রবিউল দলবল নিয়ে আদালতে বিচারাধীন সম্পত্তি ভাংচুর চালিয়ে জোরপূর্বক জায়গা দখল করে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন নইমুদ্দিনের পুত্র মেহের আলী ও রবিউল দেশীয় অস্ত্র সজ্জিত বাহিনী নিয়ে হামলা করে বসতবাড়ি ভাঙচুর বিভিন্ন প্রজাতির গাছ কেটে জোরপুর্বক কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেয়। এ সময় ফাদিলের স্ত্রী ও কন্যা বাধা দিতে গেলে তাদের মারপিট ও শ্লীলতাহানি করা হয়।
এবিষয়ে ভুক্তভোগী ফাদিল উদ্দীন বলেন, দুপুরে আমি বাড়িতে ছিলাম না, এ সুযোগে নইমুদ্দিনের পুত্র মেহের আলী ও রবিউল দলবল নিয়ে ভাংচুর চালিয়ে আমার ভোগদখলীয় বাড়ি ভাঙচুর ও গাছ কেটে তারের বেড়া দিয়ে দখল করে। বাড়িতে দায়িত্বশীল পুরুষ মানুস কেউ ছিলো না। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেখায়।
এ বিষয়ে অভিযুক্ত রবিউল বলেন, তারা কারো জায়গা দখল করেন নি। নিজের জায়গা দখল মুক্ত করছেন। দখল মুক্ত করতে প্রশাসনের অনুমতি আছে তার কাছে। তবে তিনি অনুমতির কোনো কাগজ দেখাতে পারেন নি। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান এঘটনা সম্পর্কে তিনি অবগন নন, থানায় এখনও কেউ অভিযোগ করে নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 




















