গোলাম রাব্বীঃ
রংপুর মহানগরের হারাগাছ থানাধীন বাহার কাচনা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৩ নভেম্বর ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতের নাম মোঃ ইউনুস আলী (৬০), পিতা মৃত হেদায়েদ আলী। তিনি রংপুর মহানগরের হারাগাছ এলাকার বাসিন্দা এবং পেশায় রংমিস্ত্রী।
শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা
অভিযোগে বলা হয়, ঘটনার সময় শিশুটি কয়েকজনের সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করছিলেন অভিযুক্ত ইউনুস আলী। একপর্যায়ে তিনি অসৎ উদ্দেশ্যে শিশুটিকে ওই বাড়ির একটি কক্ষে ডেকে নিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে চুম্বন করতে থাকেন ও ধর্ষণের চেষ্টা চালান।
ঘটনার পর শিশুর মা হারাগাছ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হারাগাছ থানায় মামলা নং-০২, তারিখ ০৪ নভেম্বর ২০২৫ খ্রি., ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৪)(খ)-এ মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার প্রদান করা হয় এসআই (নিঃ) মোঃ আজমত আলীর নিকট।
পরবর্তীতে ডিসি (ক্রাইম)-এর নির্দেশনায় ও অফিসার ইনচার্জ হারাগাছ থানার তত্ত্বাবধানে এসআই আজমত আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) দুপুর অনুমান ৩টা ৩০ মিনিটে একই এলাকা থেকে এজাহারনামীয় আসামী ইউনুস আলীকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
হারাগাছ থানার অফিসার ইনচার্জ বলেন- “অভিযোগের প্রেক্ষিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি 




















