গোলাম রাব্বীঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ১৮ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ১৪ বছর বয়সী এক কিশোরকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগারে) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার এক গ্রামে এই ঘটনাটি ঘটে। শিশুটির পরিবার অভিযোগ করে, একই এলাকার ওই কিশোর ঘরে একা থাকা শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।
পরবর্তীতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ঘটনাটি জানাজানি হলে শিশুর মা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জানান, অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত দ্রুত শেষ করার চেষ্টা চলছে।”
স্থানীয়ভাবে এ ঘটনার পর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশু নির্যাতনবিরোধী সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি 




















