এস. এম সালমান হৃদয়ঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করায় এরুলিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আনন্দ র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেলে এরুলিয়ার বামদিঘী থেকে শুরু হয়ে র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি ধানের শীষের পক্ষে নানা স্লোগান ও উদ্দীপনায় মুখর হয়ে ওঠে।
র্যালিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সহ-পল্লী বিষয়ক সম্পাদক ও এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, এরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম টুকু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম তালুকদার পলাশ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, সিনিয়র সহ-সভাপতি আবু তালেব পাইকারসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল ও র্যালিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রিন্ট

বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা 
এস.এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি 




















