মোঃ নাঈম ইসলামঃ
রংপুরের মেডিকেল মোড় এলাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতালে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে। এ সময় হাসপাতালটিকে লাইসেন্স নবায়ন না থাকা এবং পরিবেশগত অব্যবস্থাপনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় একটি চলমান সিজারিয়ান অপারেশনে গুরুতর অনিয়ম ধরা পড়ে। অপারেশনের শুরুতে দায়িত্বে ছিলেন সরকারি কর্মকর্তা ডা. রিফাত আরা। তিনি সরকারি অফিস চলাকালীন সময়ে হাসপাতালে এসে সিজার শুরু করেন এবং মাঝপথে সরে যান। পরবর্তীতে তার সহকারী প্রশান্ত—যিনি কোনো চিকিৎসক নন—অপারেশনের বাকি কাজ করতে থাকেন।
এমন ঝুঁকিপূর্ণ ও অবৈধ কার্যক্রমের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। হাতেনাতে ধরা পড়লে ঘটনাস্থলেই আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায় ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভুয়া চিকিৎসক পরিচয়ে সিজার পরিচালনার দায়ে প্রশান্তকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সরকারি কর্মকর্তা হয়ে বেসরকারি হাসপাতালে দায়িত্ব পালনের অভিযোগে ডা. রিফাত আরা-র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অভিযানের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবায় অনিয়ম ও ভুয়া চিকিৎসা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
প্রিন্ট

মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি 
মোঃ নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি 





















