ঢাকা , বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুরে ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লাইসেন্স নবায়ন না থাকায় জরিমানা, ভুয়া চিকিৎসায় সহযোগীর ৩ মাসের কারাদণ্ড

মোঃ নাঈম ইসলামঃ
রংপুরের মেডিকেল মোড় এলাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতালে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে। এ সময় হাসপাতালটিকে লাইসেন্স নবায়ন না থাকা এবং পরিবেশগত অব্যবস্থাপনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় একটি চলমান সিজারিয়ান অপারেশনে গুরুতর অনিয়ম ধরা পড়ে। অপারেশনের শুরুতে দায়িত্বে ছিলেন সরকারি কর্মকর্তা ডা. রিফাত আরা। তিনি সরকারি অফিস চলাকালীন সময়ে হাসপাতালে এসে সিজার শুরু করেন এবং মাঝপথে সরে যান। পরবর্তীতে তার সহকারী প্রশান্ত—যিনি কোনো চিকিৎসক নন—অপারেশনের বাকি কাজ করতে থাকেন।
এমন ঝুঁকিপূর্ণ ও অবৈধ কার্যক্রমের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। হাতেনাতে ধরা পড়লে ঘটনাস্থলেই আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায় ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভুয়া চিকিৎসক পরিচয়ে সিজার পরিচালনার দায়ে প্রশান্তকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সরকারি কর্মকর্তা হয়ে বেসরকারি হাসপাতালে দায়িত্ব পালনের অভিযোগে ডা. রিফাত আরা-র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অভিযানের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবায় অনিয়ম ও ভুয়া চিকিৎসা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ সম্মেলন করে মুকসুদপুরে আওয়ামী লীগের আরও পাঁচ নেতার পদত্যাগ

error: Content is protected !!

রংপুরে ইউনাইটেড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লাইসেন্স নবায়ন না থাকায় জরিমানা, ভুয়া চিকিৎসায় সহযোগীর ৩ মাসের কারাদণ্ড

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
মোঃ নাঈম ইসলাম, রংপুর সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :
মোঃ নাঈম ইসলামঃ
রংপুরের মেডিকেল মোড় এলাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতালে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে। এ সময় হাসপাতালটিকে লাইসেন্স নবায়ন না থাকা এবং পরিবেশগত অব্যবস্থাপনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় একটি চলমান সিজারিয়ান অপারেশনে গুরুতর অনিয়ম ধরা পড়ে। অপারেশনের শুরুতে দায়িত্বে ছিলেন সরকারি কর্মকর্তা ডা. রিফাত আরা। তিনি সরকারি অফিস চলাকালীন সময়ে হাসপাতালে এসে সিজার শুরু করেন এবং মাঝপথে সরে যান। পরবর্তীতে তার সহকারী প্রশান্ত—যিনি কোনো চিকিৎসক নন—অপারেশনের বাকি কাজ করতে থাকেন।
এমন ঝুঁকিপূর্ণ ও অবৈধ কার্যক্রমের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। হাতেনাতে ধরা পড়লে ঘটনাস্থলেই আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায় ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভুয়া চিকিৎসক পরিচয়ে সিজার পরিচালনার দায়ে প্রশান্তকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সরকারি কর্মকর্তা হয়ে বেসরকারি হাসপাতালে দায়িত্ব পালনের অভিযোগে ডা. রিফাত আরা-র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অভিযানের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবায় অনিয়ম ও ভুয়া চিকিৎসা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

প্রিন্ট