ঢাকা , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দেয়া দুলু ফেল করেছেন ইংরেজিতে, মনোবলে অটুট

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়ায় ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু দীর্ঘ ৩৫ বছর পর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় তার পূর্ণাঙ্গ সাফল্য আসেনি।

 

দেলোয়ার হোসেন দুলু বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন তিনি। ১৯৮৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে অষ্টম শ্রেণিতে জামনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি লাভ করেন। ১৯৯০ সালে বাগাতিপাড়া কেন্দ্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে বহিষ্কৃত হন। এই ঘটনা তাকে মানসিকভাবে এতটাই ভেঙে দেয় যে সেখানেই তার শিক্ষাজীবনের ইতি ঘটে।

 

তবে ২০২১ সালে ইউপি নির্বাচনে জয়লাভ করে আবারও ফিরে আসে তার আত্মবিশ্বাস। জীবনের অপূর্ণ অধ্যায়টি শেষ করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন এবং ২০২৪ সালের দাখিল পরীক্ষায় অংশ নেন।

 

সব বিষয়ে ভালোভাবে পরীক্ষা দিলেও ইংরেজি বিষয়ে তিনি উত্তীর্ণ হতে পারেননি। তবে এতে থেমে যাননি তিনি। দেলোয়ার হোসেন দুলু বলেন, “আমার পরিবারের সবাই শিক্ষিত। শুধু আমিই পিছিয়ে ছিলাম। এটাই আমাকে কুরে কুরে খেত। এবার চেষ্টা করলাম, পরেরবার আরও ভালো করে প্রস্তুতি নিয়ে ইংরেজি পাস করেই ছাড়ব ইনশাআল্লাহ।”

 

এ বিষয়ে জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, “এই বয়সে বই-খাতা নিয়ে আবার বসা, তা-ও পরীক্ষার হলে, এটা সাহসের পরিচয়। দুলু ভাই দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয়।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বগুড়া শহরকে যানজটমুক্ত রাখতে রেললাইন শহরের বাইরে নেওয়ার দাবি

error: Content is protected !!

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দেয়া দুলু ফেল করেছেন ইংরেজিতে, মনোবলে অটুট

আপডেট টাইম : ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়ায় ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু দীর্ঘ ৩৫ বছর পর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ায় তার পূর্ণাঙ্গ সাফল্য আসেনি।

 

দেলোয়ার হোসেন দুলু বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন তিনি। ১৯৮৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে অষ্টম শ্রেণিতে জামনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি লাভ করেন। ১৯৯০ সালে বাগাতিপাড়া কেন্দ্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে বহিষ্কৃত হন। এই ঘটনা তাকে মানসিকভাবে এতটাই ভেঙে দেয় যে সেখানেই তার শিক্ষাজীবনের ইতি ঘটে।

 

তবে ২০২১ সালে ইউপি নির্বাচনে জয়লাভ করে আবারও ফিরে আসে তার আত্মবিশ্বাস। জীবনের অপূর্ণ অধ্যায়টি শেষ করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন এবং ২০২৪ সালের দাখিল পরীক্ষায় অংশ নেন।

 

সব বিষয়ে ভালোভাবে পরীক্ষা দিলেও ইংরেজি বিষয়ে তিনি উত্তীর্ণ হতে পারেননি। তবে এতে থেমে যাননি তিনি। দেলোয়ার হোসেন দুলু বলেন, “আমার পরিবারের সবাই শিক্ষিত। শুধু আমিই পিছিয়ে ছিলাম। এটাই আমাকে কুরে কুরে খেত। এবার চেষ্টা করলাম, পরেরবার আরও ভালো করে প্রস্তুতি নিয়ে ইংরেজি পাস করেই ছাড়ব ইনশাআল্লাহ।”

 

এ বিষয়ে জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী বলেন, “এই বয়সে বই-খাতা নিয়ে আবার বসা, তা-ও পরীক্ষার হলে, এটা সাহসের পরিচয়। দুলু ভাই দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয়।”


প্রিন্ট