মোঃ নুরুল ইসলামঃ
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”—এই প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।
.
বুধবার (১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
.
অনুষ্ঠানে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
.
এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
.
আলোচনায় বক্তারা বলেন, শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সুরক্ষিত কর্মপরিবেশ গড়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রিন্ট