ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার মিরপুরে পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবুকে হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৩ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুমিয়া খানম এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলা আমবাড়িয়া গ্রামের মশিউর রহমান মিলন। তিনি আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি। জসিম উদ্দিন বুড়ো, এখলাস আলী, মুরাদ আলী, মাহাবুল হোসেন, রাশেদুল আলী, ওয়াসিম আলী,রফিকুল ইসলাম এবং শুপুকুরিয়া গ্রামের হেলাল উদ্দিন শিলু।
প্রিন্ট