মোঃ নুরুল ইসলামঃ
ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে ৯শত মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ হতে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা অভিযান অব্যাহত থাকে। নেতৃত্ব দেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রুবানা তানজিন।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার এর সার্বিক দিকনির্দেশনায় এবং মৎস্য দপ্তরের সহযোগিতায় উপজেলার পদ্মা এবং আড়িয়াল খাঁর মুখে কাড়ালকান্দি গ্রাম সংলগ্ন এলাকায় আনুমানিক ৯০০ মিটার জাল দিয়ে বাঁশের মাধ্যমে আড়াআড়িভাবে তিনটি বাঁধ দিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ উপায়ে মাছ ধরে আসছিল একদল জেলে। বাঁধ অপসারণ করা হয় এবং জাল উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: মেহেদী হাসান এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী লাভলু হাসান ও শামসুল হক সহ অন্যরা।
প্রিন্ট