গোলাম মোর্তবা শিকদার রিজুঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ মার্চ বিকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ইফতার মাহফিল উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু, জামাতের আমীর মাওলানা মোঃ আব্দুল হাই জোয়াদ্দার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ সভাপতি খোন্দকার মনির আযম মুন্নু, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সমায়ের প্রত্যাশা কাগজের বালিয়াকান্দি প্রতিনিধি গোলাম মোর্তুবা রিজু।
ইফতার মাহফিলে দোয়া পাঠ করেন জামাতের আমীর মাওলানা মোঃ আব্দুল হাই জোয়াদ্দার।
এ সময় বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক তনু সিকদার সবুজ, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, কার্যকরি সদস্য সমীর কান্তি বিশ্বাস, অনিক সিকদার, আবুল কালাম, মোঃ আরিফুল রহমানসহ শিক্ষক বৃন্দরা প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট