নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ মার্চ বিকালে উপজেলা মডেল মসজিদে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখা সভাপতি মুফতি মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জিন্নাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
সংগঠনটির কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি কামরুজ্জামান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল মুরাদ, জেলা যুব মজলিসের সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান সহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রিন্ট