মানিক কুমার দাসঃ
বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক ব্যবস্থাপনায় শহরের অম্বিকা ময়দানে বহুভাষিক উৎসব , নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজিত লোকনাট্য সমারোহ অনুষ্ঠিত হয়েছে।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন বুধবার রাতে পালা গান অনুষ্ঠিত হয়। এ সময় পালা গান পরিবেশন করেন সুজন সরকার ও শিখা সরকার। তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গাজীর গান অংশ নেন সাদেক আলী বয়াতি ।দ্বিতীয় দিন কবিগানে অংশ নেন
চরণ কবি সহদেব সরকার ফরিদপুর দেবব্রত সরকার খুলনা ।
সমাপনী দিনে পালা গান এতে অংশ নেন সুজন সরকার ফরিদপুর ও শিখা সরকার ।
এ সময় তাদের পরিবেশনায় পালা গান উপস্থিত দর্শকদের আনন্দ দান করে। উল্লেখযোগ্য দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। তিন দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গাজীর গানে অংশ নেন সাদেক আলী বয়াতি, এবং দ্বিতীয় দিন কবি গানে অংশ নেন চারণ কবি সহদেব সরকার ফরিদপুর এবং দেবব্রত সরকার খুলনা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন।
প্রিন্ট