মোঃ আমিন হোসেনঃ
ঝালকাঠির নলছিটিতে বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এর একটি ব্রিফিং সেশন আয়োজন করে নলছিটি উপজেলা প্রশাসন।
এতে স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের পরিচালনা পদ্ধতি ও পরিসর এবং কর্মপদ্ধতির বিষয়ে বিভিন্ন তথ্য তাদের মাঝে তুলে ধরা হয়। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সকাল দশটায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়।
এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীন, মেজর জেনারেল মোশফেকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ারুল কবীর, কমিশনার আবুল বাশার, কর্নেল ইউসুফ আহমদ আল সুফিয়ানী (সৌদি), ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবদুদসহ সামরিক বাহিনীর মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর, ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে সৌদি সেনাবাহিনী, কুয়েত সেনাবাহিনী, নাইজেরিয়া, কেনিয়া সহ কয়েকটি দেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্রিফিং দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী এ ব্রিফিং সেশন শেষে অংশগ্রহণকারী সামরিক বাহিনীর কর্মকর্তাদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মেজর জেনারেল মোশফিকুর রহমান।
প্রিন্ট