ওবায়দুল হক মানিকঃ
সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের বাংলাদেশ এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কমিউনিটি নেতা আলহাজ্ব ইয়াকুব সৈনিককে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার ২২ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় তিনি দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণের পর তাকে ফুলেল সংবর্ধনা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সংবর্ধিত অতিথিকে বিমানবন্দরে বরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতা ও সংগঠক আলহাজ্ব নাসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আশরাফ হোসেন, চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরিফ, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আব্দুল্লাহ, যুব নেতা মোঃ সুমন, মহানগর বিএনপির সিনিয়র সদস্য মোঃ আশরাফুল ইসলাম, জাবেদ আহমেদ, সরকারি সিটি কলেজ ছাত্র দল নেতা মোঃ আরফান ও মোঃ মনজুরুল ইসলাম সুমন।
এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
প্রিন্ট