রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোর জেলা বিএনপির ২৪ তারিখের সমাবেশ সফল করার লক্ষ্যে লালপুরে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার গৌরীপুরে গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পূতুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু, সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রায়হান কবির সুইট প্রমূখ।
প্রিন্ট