আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিল, ৩৮০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার বিকেলে এ তথ্য জানান ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজের সামনে থেকে এসব মাদকদ্রব্য ও প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।
আটকরা হল- রাজশাহীর কাঁটাখালি থানার কাজলা চর তারানগর গ্রামের শুকুর আলীর ছেলে মানিক মিয়া (৩৯), কাজলা চর ক্ষিদিরপুর পশ্চিমপাড়া গ্রামের রজত আলীর ছেলে ইউসুফ আলী (৩৫) ও রাজশাহীর শাহমখদুম থানার ছোপড়া বড়বনগ্রাম রায়পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে শফিকুল ইসলাম (৩৫)।
৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজের সামনে অভিযান চালায় সোনামসজিদ বিওপির একটি টহল দল। এ সময় ৯৮ বোতল ফেনসিডিল, ৩৮০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটক করা হয় তিনজনকে।
তিনি আরো জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সীমান্তে বিজিবি কঠোর নজরদারি চালাচ্ছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
প্রিন্ট