মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার আঁড়িয়াল খাঁ নদী থেকে বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অবৈধভাবে মাটি পরিবহনকারী ৬টি ড্রাম ট্রাকসহ ৮ জনকে আটকের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার আঁড়িয়াল খাঁ নদীতে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭এর খ(খ) ধারায় সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের মোঃ সোবাহার ফকিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগের দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক অভিযানে ৬টি মাটি বোঝাই ড্রাম ট্রাকসহ ৮ জনকে আটক করা হয়। আটককৃদের মধ্যে ট্রাকের চালক ও সহযোগীরা ছিলেন।
সদরপুর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এ অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। অভিযান চলাকালে সদরপুর থানার পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করেন। সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোতালেব হোসেন জানিয়েছেন, অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাটি অবৈধভাবে পরিবহন করা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষত অল্প সময়ের মধ্যে মাটি খনন বা পরিবহন করলে তা এলাকার কৃষি এবং ভূমি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া, সড়ক ব্যবস্থায়ও সমস্যা তৈরি হতে পারে।
প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান চালিয়ে সড়ক নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হচ্ছে, যা অন্যত্র একই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্কতা সৃষ্টি করবে।
প্রিন্ট