মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি, এবং বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় বক্তারা ফরিদপুরে অবস্থিত এনজিওগুলোকে শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামগত উন্নয়নের জন্য কাজ করার পরামর্শ দেন।
ফরিদপুরে সক্রিয় এনজিও সমূহ যেমন পদক্ষেপ, কারিতাস, ব্লাস্ট, কেবিডি ইত্যাদি এনজিওগুলোর সমন্বয়ে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া, এনজিওসমূহ বর্তমানে বৃক্ষরোপণ, প্রতিবন্ধী ফান্ড গঠন, যুব উন্নয়ন, শিশুদের জন্য কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ এবং দুর্যোগকালীন এনজিওগুলোর সহায়তার সক্ষমতা নিয়ে আলোচনা হয়।
এনজিও সমূহ প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, চক্ষু পরীক্ষা এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রিন্ট