মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল আজ বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। কাউন্সিল এবং পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯০ জন কাউন্সিলরের মধ্যে ৭৪ জন কাউন্সিলর তিনটি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে কমিশনার পদে মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বশির উদ্দিন ১৫ ভোট পান।
সম্পাদক পদে মোঃ হায়দার হোসেন, প্রধান শিক্ষক, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভাঙ্গা ৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদপুর ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ মাহামুদ আল সিদ্দিকী পেয়েছেন ৬০ ভোট।
কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ জাহাঙ্গীর মণ্ডল, ফরিদপুর মুক্ত স্কাউট গ্রুপ, ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রুস্তম আলী, প্রধান শিক্ষক ২৪ নং পূর্ব আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৭ ভোট পান।
এছাড়া সহ-সভাপতি তিনজন, যুগ্ম সম্পাদক একজন, লিডার ট্রেনার প্রতিনিধি দুইজন, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রিন্ট