মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে চারতলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। জানা গেছে, আজ মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে ফরিদপুরের ঝিলটুলীর টেরাকোটার পিছনে ওয়াটার লিলি বিল্ডিংয়ে জনৈক রাসেল খানের বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে চারতলা থেকে পড়ে যান জাহিদুর রহমান ওহিদ (৪৬), পিতা: মোমরেজ শেখ, গ্রাম: বিল মামুদপুর, থানা: কোতোয়ালী, জেলা: ফরিদপুর।
স্থানীয় লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি কোতোয়ালি থানা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কোতোয়ালি থানা কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট