ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ মহিলার আত্মাহত্যা Logo গোপালগঞ্জে হামলার প্রতিবাদে হাতিয়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo নলছিটিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষার্থীদের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা Logo হলদিয়া গুরুদল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা Logo রাজাপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo রাজাপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ফরিদপুরে বাজুসের ‌ ৬০ তম জন্মদিন পালন  Logo বাগাতিপাড়ায় নবাগত ইউএনওর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সৌজন্য সাক্ষাৎ Logo তানোরে যাঁতাকল শিল্প বিলুপ্তপ্রায় Logo ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুর শুরু হয়েছে অনূর্ধ্ব ১৮ বালক বালিকা কাবাডি প্রতিযোগিতা

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানের মাধ্যমে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় ফরিদপুর স্টেডিয়ামে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৮ বালক-বালিকা যুব কাবাডি প্রতিযোগিতা।

 

প্রতিযোগিতার প্রথম খেলায় বালিকা বিভাগে ফরিদপুর জেলা দল ৪৩-১৩ পয়েন্টে রাজবাড়ী জেলা দলকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়েছে।

 

এর আগে ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল মিনহাজুল আবেদীন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মাসুদুর রহমান চুন্নু। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, টি আই মো. খুরশিদ, অংশগ্রহণকারী বিভিন্ন দলের কর্মকর্তা, ফরিদপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার বাবুল হুসাইন। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা মানসিক প্রশান্তিকে বিকশিত করে, আর তাই নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। এছাড়া, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

 

বক্তারা বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। তবে, অন্যান্য খেলার জনপ্রিয়তার ভিড়ে এই খেলাটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই, এ প্রতিযোগিতার মাধ্যমে কাবাডি খেলা আবার শুরু হবে এবং এখান থেকে নিয়মিতভাবে এই খেলাগুলো পুনরায় চালু হবে। সর্বোপরি, এখান থেকে ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে দেশকে প্রতিনিধিত্ব করবে।

 

এরপর বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মোট আটটি জোনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে মধুমতি জোনের খেলা এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বুধবার সকালে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

প্রতিযোগিতায় ফরিদপুর জেলা দল, নারায়ণগঞ্জ জেলা দল, রাজবাড়ী জেলা দল, ঢাকা জেলা দল, শরীয়তপুর জেলা দল, গোপালগঞ্জ জেলা দল ও মুন্সিগঞ্জ জেলা দল নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ মহিলার আত্মাহত্যা

error: Content is protected !!

ফরিদপুর শুরু হয়েছে অনূর্ধ্ব ১৮ বালক বালিকা কাবাডি প্রতিযোগিতা

আপডেট টাইম : ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই স্লোগানের মাধ্যমে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় ফরিদপুর স্টেডিয়ামে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৮ বালক-বালিকা যুব কাবাডি প্রতিযোগিতা।

 

প্রতিযোগিতার প্রথম খেলায় বালিকা বিভাগে ফরিদপুর জেলা দল ৪৩-১৩ পয়েন্টে রাজবাড়ী জেলা দলকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়েছে।

 

এর আগে ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লে. কর্নেল মিনহাজুল আবেদীন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য মাসুদুর রহমান চুন্নু। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান, টি আই মো. খুরশিদ, অংশগ্রহণকারী বিভিন্ন দলের কর্মকর্তা, ফরিদপুর জেলা পুলিশের সদস্যবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার বাবুল হুসাইন। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা মানসিক প্রশান্তিকে বিকশিত করে, আর তাই নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। এছাড়া, যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

 

বক্তারা বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। তবে, অন্যান্য খেলার জনপ্রিয়তার ভিড়ে এই খেলাটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই, এ প্রতিযোগিতার মাধ্যমে কাবাডি খেলা আবার শুরু হবে এবং এখান থেকে নিয়মিতভাবে এই খেলাগুলো পুনরায় চালু হবে। সর্বোপরি, এখান থেকে ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে, যারা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে দেশকে প্রতিনিধিত্ব করবে।

 

এরপর বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মোট আটটি জোনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে মধুমতি জোনের খেলা এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বুধবার সকালে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

প্রতিযোগিতায় ফরিদপুর জেলা দল, নারায়ণগঞ্জ জেলা দল, রাজবাড়ী জেলা দল, ঢাকা জেলা দল, শরীয়তপুর জেলা দল, গোপালগঞ্জ জেলা দল ও মুন্সিগঞ্জ জেলা দল নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে।


প্রিন্ট