সোলায়মান, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী’২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারী) সকাল হতে আনন্দমুখর পরিবেশে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান উক্ত ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শরিফ উদ্দিন।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দীপ ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি), নাদির আহম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাক্তন ম্যানেজিং কমিটি সদস্য সেনা সার্জেন্ট নজরুল ইসলাম খান, মো. ছায়েম, আনোয়ার মাষ্টার, বন্যা, বাবুল তালুকদার প্রমুখ।
বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট